ফেইস পাউডারের ব্যবহার ইতিহাস জুড়ে সৌন্দর্যের মান গুলিতে অবদান রেখেছে। ফেস পাউডার ছাড়া মেকআপ অসম্পূর্ণ। আপনার মেকআপ হালকা বা ভারি যেটাই হোক না কেন, ফেস পাউডার ছাড়া আপনার মেকআপ পরিপূর্ণ হবে না।
আপনার ত্বকের ধরন যেমনই হোক না কেন গরমে মেকআপ তৈলাক্ত দেখাবে এবং শীতে মেকআপ ভেসে উঠবেই এরকম সমস্যায় কমবেশি সবাই ভুগি। এরকম সমস্যা থেকে পরিত্রাণ পেতে ভালো মানের ফেইস পাউডার প্রয়োজন কারণ এটি আপনার ত্বকের অতিরিক্ত তেল শোষণ করবে এবং শীতকালে ত্বকের আদ্রতা ধরে রাখবে এবং মেকআপ সেট করবে।
বিভিন্ন মেকআপ প্রোডাক্ট যেমন আমরা ত্বকের ধরন অনুযায়ী ব্যবহার করি তেমনি ফেস পাউডার ত্বকের ধরণ অনুযায়ী ব্যবহার করা উচিত । এতে ভালো ফলাফল পাওয়া যায়।
ত্বকের ধরন অনুযায়ী ফেইস পাউডার নির্বাচন:
শুষ্ক ত্বকের ক্ষেত্রে
শুষ্ক ত্বকে ক্রিম ভিত্তিক এবং মিনারেল ফেস পাউডার দারুন কার্যকরী। শুষ্ক ত্বক অতি দ্রুত ফ্লেকি হয়। তাই যেই সকল মেকআপ প্রোডাক্ট ত্বকে মশ্চারাইজিং এবং হাইড্রেটিং প্রভাব দিতে পারে সেইসব প্রোডাক্ট ব্যবহার করা উচিত।
এছাড়াও শুষ্ক ত্বকে ফেস পাউডার ব্যবহারের পূর্বে ময়েশ্চারাইজিং ক্রিম এবং সেটিং স্প্রে প্রয়োগ করে নিতে পারেন। এতে ভাল ফলাফল পাবেন।
তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে
তৈলাক্ত ত্বকে মেকআপ প্রোডাক্ট বেছে নেওয়া খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ এই ধরনের ত্বক খুব দ্রুত ওয়েলি হয়ে যায়। মেকআপ করলে মেকআপ খুব দ্রুত অয়েলি এবং কেকি দেখায়। তাই তৈলাক্ত ত্বকে ম্যাট ফিনিশিং ফেস পাউডার ব্যবহার করলে ত্বকের তেল ভাব নিয়ন্ত্রণে থাকে।
কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে
কম্বিনেশন স্কিনে তৈলাক্ত ভাব এবং শুষ্ক ভাব দুটোই থাকে। তাই অনেকে তৈলাক্ত ত্বক ভেবে ফেইস পাউডার ব্যবহার করে ভুল করে ফলে ত্বক শুষ্ক থাকে এবং মেকআপ ভালো ফিনিশিং হয় না। কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে মেটিফাইং ফেস পাউডার খুবই কার্যকরী।
আমরা অনেকেই ফেইস পাউডার বলতে মেকাপ সেটিং করার জন্য এবং কন্টুরিং এ এর ব্যবহার বুঝি।
অনেক সময় ফেইসপাউডার ব্যবহার করলে দেখা যায় এটি ভালোভাবে ত্বকে মিশছে না । ফলে আমাদের মেকআপটাই অসম্পূর্ণ হয়ে যায়। আমরা অনেকেই জানিনা কোন ফেইস পাউডার ব্যবহার করলে তা ত্বকে দ্রুত মিশে যাবে এবং কোন ফেইস পাউডার কখন ব্যবহার করতে হয় সেই সম্পর্কে।
চলুন জেনে নেওয়া যাক ফেইস পাউডার কত রকমের এবং এর ব্যবহার সম্পর্কে।
ফেইস পাউডার অনেক ধরনের হয়ে থাকে।
যেমন-
১.বি .বি পাউডার
২.কম্প্যাক্ট পাউডার
৩.লুস পাউডার
৪.প্রেসড পাউডার
৫.ট্রান্স লুসেন্ট পাউডার
৬.শিমার পাউডার।
১.বি .বি পাউডার
বি বি পাউডারের স্ট্রাকচার লাইট ওয়েটের। তাই এটি তৎক্ষণাৎ খুব স্মুথ, ন্যাচারালি, ফ্লোলেস, গ্লোয়িং স্কিন লুক ক্রিয়েট করে।
এটি আপনার স্কিন টোন ইডেন আপ করে এবং ত্বকের পোরস হাইড করে স্মুথি লুক দেয়। এছাড়াও যারা সানস্ক্রিম ব্যবহার করতে ভুলে যাই তাদের জন্য বিবি পাউডার একটি পারফেক্ট চয়েজ। কারণ বিবি পাউডার সূর্যের ইউভি রশ্নি থেকে প্রটেকশন দেয়।
২.কম্প্যাক্ট পাউডার
আমরা যারা মেকআপ করি তারা কমবেশি সবাই কম্প্যাক্ট পাউডার এর সাথে পরিচিত । কারণ এটি মেকআপ সেটআপ করতে খুবই প্রয়োজনীয়। এটার স্ট্রাকচার লাইট ওয়েট পাউডার ফর্মের তাই এটা ফেইসে একটা লাইট কভারেজ দেয়।
কম্প্যাক্ট পাউডার স্কিনটোনের শেড অনুযায়ী ব্যবহার করতে হয়। কোথাও বের হলে হালকা টাচ আপের জন্য কম্প্যাক্ট পাউডার খুবই ভালো কার্যকরী।
৩.লুস পাউডার
লুস পাউডার আন্ডার আই জন এবং কন্টুরিং এর জন্য ব্যবহার করা হয়। লুস পাউডার ব্যবহারের ফলে ত্বকের অতিরিক্ত ওয়েল রিমুভ হয় এবং মেকআপ কেকি হয়ে যায় না।
৪.প্রেসড পাউডার
ফাউন্ডেশন ব্যবহারের পর মেকআপ ভালোভাবে সেটআপ করার জন্য প্রেসড পাউডার ব্যবহার করা হয়। আমরা অনেকেই প্রেসড পাউডার এবং কম্প্যাক্ট পাউডার এর ব্যবহার এক করে ফেলি। প্রেসড পাউডার হালকা রেগুলার মেকাপ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কারণ মেকআপে প্রেসড পাউডার হালকা কভারেজ দেয়।
এছাড়াও নো মেকাপ লুকে প্রেসড পাউডার ত্বকে ব্যবহার করলে হালকা কভারেজের একটি সুন্দর ন্যাচারাল লুক ক্রিয়েট হয়।
৫.ট্রান্সলুসেন্ট পাউডার
ট্রান্সলুসেন্ট পাউডার মেকআপ ফিনিশিং এর ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। ট্রান্স লুসেন্ট পাউডারের কোন কালার নেই এটি আপনার নিজস্ব কালারকেই ফুটিয়ে তুলবে। ট্রান্সলুসেন্ট পাউডার এর সাথে বিবি পাউডার মিক্স করে ব্যবহার করা যায়।
মেকআপ করার ক্ষেত্রে মেকআপ সেটআপের পর ট্রান্স লুসেন্ট পাউডার ব্রাসের সাহায্যে টাচ আপ করলে ত্বকের অতিরিক্ত অয়েল শুষে নিয়ে মেকআপ ঠিক জায়গায় রাখতে সাহায্য করে।
৬.শিমার পাউডার
ভারী মেকাপ এর ক্ষেত্রে মেকআপ কে গর্জিয়াস এবং স্কিনের হাইলাইটেট এরিয়া ফোকাস করার জন্য শিমার পাউডার ব্যবহৃত হয়। শিমার ফেইস পাউডার ফেইসকে শাইনি এবং হাইলাইটেট করতে সাহায্য করে।