ত্বকের যত্ন

থানাকা ফেস প্যাক এর উপকারিতা ও ব্যবহার পদ্ধতি।

Shwe Pyi Nann Thanaka

বর্তমানে কমবেশি সবাই প্রাকৃতিক পণ্যের দিকে ঝুঁকছে। প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ পন্য ত্বকের যত্নে ব্যবহার করলে ত্বকের কোনো ক্ষতি হয় না এবং ত্বক স্বাস্থ্যকর থাকে। প্রাচীন কৌশল এবং প্রাকৃতিক উপাদানে তৈরি জনপ্রিয় একটি প্রসাধনী হলো – Shwe Pyi Nann Thanaka ফেস প্যাক। প্রাচীন কৌশল এবং প্রাকৃতিক উপাদানগুলো ত্বকের জন্য যে, কতটা কার্যকরী তারই প্রমাণ বহন করছে শ্বে পি নান থানাকা ফেসপ্যাক। যারা ত্বকের যত্নে কেমিক্যাল-মুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে চান‌ ,তাদের জন্য Shwe Pyi Nann Thanaka Face Pack হলো একটি কার্যকর সেইভ প্রোডাক্ট।

থানাকা ফেস প্যাক ত্বকে কি কাজ করে?

Shwe Pyi Nann Thanaka Face Pack140g, SKU: 8834000002052

এই ফেস প্যাকটি ত্বকের যত্নে অল ইন ওয়ান বেনিফিট প্রডিউস করে। এটি মায়ানমারের বিখ্যাত সৌন্দর্য-বর্ধক প্রোডাক্ট। যা মেইনলি থানাকা গাছের বাকল থেকে তৈরি করা হয়েছে। মায়ানমারের ঐতিহ্যবাহী প্রাচীন কৌশল ও প্রাকৃতিক উপাদান সমৃদ্ধ এই পণ্যটি শতাব্দী ধরে নারীদের রূপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। থানাকার অসাধারণ গুণাবলী এবং এর বহুবিধ ব্যবহার শ্বে পি নান থানাকা ফেসপ্যাকটিকে এত জনপ্রিয় করেছে। যাদের স্কিন ডেমেজেড ও পাতলা হয়ে গেছে তারা এটি ব্যবহার করে স্কিন রিপেয়ার করতে পারেন । এটি নিয়মিত ব্যবহার করলে স্কিন ১-২ শেড পর্যন্ত ফর্সা হবে।

থানাকা ফেস প্যাক এর উপকারিতা

এই ফেসপ্যাকটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এবং এতে কোনো কৃত্রিম উপাদান বা রাসায়নিক পদার্থ নেই। তাই এটি সব ধরনের ত্বকের যত্নে নিরাপদ এবং সহনশীল। চলুন এবার শ্বে পি নান থানাকা ফেসপ্যাকটির উপকারিতা সম্পর্কে জেনে নেই:

১. নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা ১-২ শেড পর্যন্ত ব্রাইট হবে ।

২. এটি ত্বকে প্রাকৃতিক সানস্ক্রিন হিসেবে কাজ করে যা , ত্বকের ছোপ ছোপ কালো দাগ ও রোদে পোড়া দাগ রিমুভ করে ।

৩. বয়সের ছাপ দূর করে ত্বককে টানটান রাখবে ।

৪. এতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে।

৫.ত্বকের পোরস মিনিমাইজ করে।

৬. ত্বকের মেসতা রিমুভ করে।

৭. ফাইন লাইনস, রিঙ্কেলস রিমুভ করে।

৮. ত্বককে উজ্জ্বল ও মসৃন করে ।

৯. ত্বকে শীতল প্রভাব ফেলে।

উপাদান

শ্বে পি নান থানাকা ফেসপ্যাকের মেইন ইনগ্রেডিয়েন্ট হলো থানাকা। এছাড়াও এতে রয়েছে স্যান্ডালউড পাউডার,নিম পাতার পাউডার ও তুলসি পাতা ইত্যাদি ।থানাকা মিয়ানমারের প্রাকৃতিক গাছের বাকল থেকে তৈরি যা ত্বক ঠান্ডা রাখে, সান ট্যান রিমুভ করে এবং ত্বককে ব্রাইট করে। স্যান্ডালউড ও তুলসি পাতা – ত্বকের কালো দাগ,লালচে ভাব রিমুভ করে এবং ত্বককে মসৃণ করে।

আমরা সবাই কমবেশি নিমপাতার গুণাবলী সম্পর্কে জানি, নিম পাতায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ যা ব্রণ এবং ফুসকুড়ি প্রতিরোধে কার্যকর। এইসব কার্যকরী সব প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি হয়েছে শ্বে পি নান থানাকা ফেসপ্যাক যা মায়ানমারে শতাব্দী ধরে সৌন্দর্যচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। এই উপাদানের রয়েছে বহু গুণ। যা সৌন্দর্য চর্চায় ব্যাপক ভূমিকা রাখে।

কিভাবে থানাকা ফেস প্যাক ব্যবহার করবেন?

সঠিক ব্যবহারেই কিন্তু সঠিক ফলাফল পাওয়া যায়। অনেকেই থানাকা ফেস প্যাক এর সঠিক ব্যবহার পদ্ধতি সম্পর্কে জানেন না। তাই আজ আমি এই ফেসপ্যাক ব্যবহারের সঠিক পদ্ধতি সম্পর্কে সঠিক তথ্য শেয়ার করব। চলুন জেনে নেই:

একটি পাত্রে ১/২ চামচ থানাকা নিয়ে এতে অল্প পরিমানে পানি বা গোলাপ জল মিশ্রিত করে ফেইস মাস্কের মতো একটি পেস্ট তৈরি করুন। এবার এই প্যাকটি চোখ ও ঠোঁটের চারপাশ এড়িয়ে , মুখে এবং গলায় পাতলা স্তরে লাগান। প্যাকটি ত্বকে ১৫-২০ মিনিট রেখে, মুখে আস্তে আস্তে মালিশ করে‌‌ ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

মুখ ধোয়ার পর আপনার পছন্দের মশ্চারাইজার ত্বকে লাগিয়ে নিবেন।

ভালো ফলাফল পেতে – শ্বে পি নান থানাকা ফেসপ্যাকটি সকালে ও রাতে উভয় টাইমে ব্যবহার করবেন।

ফেসপ্যাকটি সকালে ব্যবহার করলে বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন।

যাদের শুষ্ক ত্বক তারা এটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করূন‌ ও ফেসপ্যাকটি তৈরি করার সময় গোলাপজলের পরিবর্তে দুধ বা দই ব্যবহার করূন। এতে ত্বক হাইড্রেটেড ও ময়েশ্চারাইজ থাকবে। অয়েলি ত্বকে সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করতে হবে।

এই তো জেনে নিলেন, Pyi Nann Thanaka Face Pack এর উপকারিতা ও ব্যবহারের ‌নিয়ম সম্পর্কে। এবার সঠিকভাবে থানাকা ফেস প্যাক ব্যবহার করে ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখুন। বর্তমানে বাজারে অনেক ধরনের থানাকা ফেস প্যাক পাওয়া যায়, যার মধ্যে অনেক নকল পণ্যও রয়েছে। তাই, আসল Shwe Pyi Nann Thanaka ফেস প্যাক পারচেজ করতে ভিজিট করুন Hretu’s World এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *