সল্যুশন

পোরস দূর করতে চান? টিয়াম পোর ক্রিম সেরা সমাধান!

পোরস দূর করতে চান

পোরস (pores) হলো ত্বকের উপরিভাগের ছোট ছোট ছিদ্র যা দিয়ে তেল (sebum) এবং ঘাম বের হয়। এগুলো বড় হলে ,চোখে দৃশ্যমান হয় যা নারীর সৌন্দর্যে নেতিবাচক প্রভাব ফেলে এবং দেখতেও খারাপ লাগে। তবে,স্বাভাবিক ভাবে সবার ত্বকেই পোরস রয়েছে এটা কোন সমস্যা নয়, তবে পোরসের আকার যখন স্বাভাবিকের চেয়ে বেশি বড় দেখায় তখন এটা অবশ্যই চিন্তার বিষয়। কারন‌ ত্বকের পোরস বড় হলে – স্কিন অমসৃণ হয়ে যায়, ত্বক রুক্ষ হয়ে যায় যা দেখতে ভালো লাগে না, মেকআপ সেট হয় না ইত্যাদি নানা ধরনের সমস্যায় পড়তে হয়।

বিভিন্ন কারণে পোরসের আকার বড় হয়, যেমন – ত্বকে অতিরিক্ত তেল উৎপাদন, জিনগত কারন,হরমোনাল পরিবর্তন,সান এক্সপোজার, নিয়মিত ত্বকের যত্ন না নেওয়া এবং (ব্রণ, ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস )ফাটানো ইত্যাদি কারণে মুখের পোরস বড় হয়ে যায়।‌ তবে চিন্তার কিছু নেই! এখন সময় এসেছে স্কিন কেয়ারে একটি কার্যকর পরিবর্তন আনার। আজকের ফিচারে পরিচয় করিয়ে দিচ্ছি Tiam Pore Minimizing 21 Cream এর সাথে, যা ত্বকের পোরস ছোট করে ও ত্বককে করে তোলে স্মুথ, ফ্ললেস ও উজ্জ্বল।

টিয়াম পোর মিনিমাইজিং ২১ ক্রিম এর উপকারিতা:

Tiam Pore Minimizing 21 Cream, SKU: 8809416472638

এই ক্রিমটি খুবই হালকা টেক্সচারের ফর্মূলায় তৈরি যা ত্বকের বড় কিংবা ছোট পোরস মিনিমাইজ করে , ত্বকের অতিরিক্ত তৈল নিয়ন্ত্রণ করে, ত্বকের টেক্সচার উন্নত করে এবং ত্বকে হাইড্রেশন প্রোভাইড করে। বিশেষ করে তৈলাক্ত ও সংমিশ্রণ ত্বকের যত্নে এটি বেশি উপযোগী।

১. পোরস মিনিমাইজ করে –
এই ক্রিমটিতে রয়েছে ৫ % Niacinamide এবং প্রাকৃতিক BHA (Willow Bark Extract ২.১ %) যা ত্বককে দৃঢ় ও টাইট করে, এতে ত্বকের পোরস ছোট দেখায় ও স্কিন দেখতে সুন্দর ও মসৃণ লাগে।

২. ওয়েল কন্ট্রোল করে –
Zinc PCA ও Niacinamide ত্বকের তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, ফলে স্কিন হয় টাইট ও ওয়েল ফ্রি ম্যাট লুক ।

৩. ত্বকের টেক্সচার উন্নত করে ,উজ্জ্বলতা বৃদ্ধি করে –
নিয়মিত ব্যবহারে ত্বকের পোরস ছোট হয় ,স্কিন মসৃণ হয়, ত্বকের টোন সমান হয়,উজ্জ্বলতা বৃদ্ধি পায় ও ত্বকের টেক্সচার উন্নত হয় ।

৪. ত্বকে হাইড্রেশন প্রোভাইড করে –
ক্রিমটিতে থাকা (Panthenol, Sodium Hyaluronate, Allantoin ) ইত্যাদি উপাদানগুলো ত্বকে প্রয়োজনীয় পানি আটকে রেখে ত্বকের হাইড্রেশন বজায় রাখে। ক্রিমটি হালকা বা জেল টাইপের হওয়ায় ত্বকে দ্রুত মিশে যায়।

৫. লালচে ভাব / ইনফ্লামেশন কমায়-
এতে রয়েছে Centella Asiatica Extract ও Allantoin যা ত্বকের লালচে ভাব ও সংবেদনশীলতা কমিয়ে আরামদায়ক অনুভূতি দেয়।

৬. অ্যান্টি-এজিং প্রভাব –
Adenosine ত্বকের ইলাস্টিসিটি বাড়ায় ও ত্বকের সূক্ষ্ম রেখা কমিয়ে ত্বককে করে মসৃণ, টাইট ও উজ্জ্বল।

কীভাবে ব্যবহার করবেন?

১. প্রথমে ক্লিনজার দিয়ে ত্বককে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।
২. এবার টাওয়াল দিয়ে ভালোভাবে ত্বকের পানি শুকিয়ে নিন। এবার আপনার ব্যবহৃত টোনার‌ ও সিরাম এপ্লাই করে নিন।

৩. সিরাম ব্যবহারের কয়েক মিনিট পর Tiam Pore Minimizing 21 Cream টি সামান্য পরিমাণে আঙ্গুলের ডগায় নিয়ে মুখ ও গলায় ভালোভাবে ম্যাসাজ করে নিন।

৪. এটি দিনে দুইবার (সকাল ও রাত) ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় ।

সতর্কতা:

ক্রিমটি ত্বকের যত্নে খুবই কার্যকর, কারন ক্রিমটিতে রয়েছে অ্যাকটিভ উপাদান। তাই এটি ত্বকে সচেতনভাবে ব্যবহার করলে সর্বোত্তম ফলাফল পাওয়া যাবে এবং পার্শ্বপ্রতিক্রিয়াও এড়ানো যাবে।

  • প্রথমবার ব্যবহারের আগে Patch Test করে বুঝে নিন এটি ব্যবহারে আপনার ত্বকে কোন ধরনের রিয়েকশন হচ্ছে কিনা!
  • সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে ধীরে ধীরে শুরু করন। প্রথম সপ্তাহে দিনে একবার ব্যবহার করুন, এরপর ত্বক অভ্যস্ত হলে দিনে দুইবার ব্যবহার করুন।
  • অন্যান্য একটিভ উপাদান যেমন -Vitamin C (L-Ascorbic Acid) , AHA/BHA ও Retinol সমৃদ্ধ প্রডাক্টের সাথে একই সময়ে ব্যবহার না করাই ভালো।
  • দিনের বেলায় এই ক্রিম ব্যবহারের পরে অবশ্যই SPF ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন।
  • ব্যবহারের পর যদি ত্বকে লালচে ভাব, চুলকানি, ফুসকুড়ি দেখা যায় তবে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।

আপনার ত্বকের পোরস যদি চোখে পড়ার মতো স্পষ্ট হয় তাহলে, আপনিও ব্যবহার শুরু করুন Tiam Pore Minimizing 21 Cream। এই ক্রিমটি পেয়ে যাবেন Hretus World এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *