COSRX অ্যাডভান্সড স্নেইল ৯২ অল ইন ওয়ান ক্রিম এর উপকারিতা।
ত্বকের প্রাকৃতিক কোমলতা বজায় রাখতে ময়েশ্চারাইজার,সিরাম,টোনার ও আরো কত কিছুই না ব্যবহার করি। তবে অনেক সময় স্কিন কেয়ার রুটিন ফলো করতে গিয়ে অলসতায় পড়ে কিছু স্টেপ স্কিপ করতে ইচ্ছা করে। কিন্তু, স্বাস্থ্যকর ও কোমল ত্বক বজায় রাখতে বেসিক স্কিন কেয়ার রুটিন ফুললি ফলো করা আবশ্যক। ত্বকের ভিন্ন ভিন্ন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন টাইপের জিনিস এপ্লাই করার চেয়ে যদি ,অল ইন ওয়ান টাইপের ময়েশ্চারাইজিং সমাধান ব্যবহার করা যায়, তবে বেশ ভালো হয়।
যারা চাচ্ছেন, ভিন্ন ভিন্ন টাইপের প্রোডাক্ট ব্যবহার না করে একটি প্রোডাক্ট ব্যবহার করেই যেন সকল সমস্যার সমাধান পাওয়া যায়, এমন কিছু। তাদের জন্য COSRX Advanced Snail 92 All in One Cream হতে পারে বেস্ট চয়েস। চলুন আজকের ফিচারে, COSRX Advanced Snail 92 All in One Cream সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
উপকারিতা
COSRX হলো দক্ষিণ কোরিয়ার একটি স্কিনকেয়ার ব্র্যান্ড, যা ত্বকের যত্নে খুবই কার্যকর। COSRX Advanced Snail 92 All in One Cream এ ব্যবহার করা হয়েছে ৯২% স্নেইল মিউসিন ও হায়ালুরোনিক অ্যাসিড ,যা –
- ত্বকের প্লম্পিনেস ধরে রাখতে দ্রুত কাজ করে।
- ত্বকের ইলাস্টিসিটি বৃদ্ধি করে।
- ত্বককে গভীর থেকে পুষ্টি জোগায়।
- হাইড্রেটেড রাখে।
- ব্রণ, রিঙ্কেলস ও পোরস মিনিমাইজ করে ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে।
- ক্ষতিগ্রস্ত টিস্যু রিপেয়ার করতে সাহায্য করে।
- এটি ত্বকে দ্রুত শোষিত হয়। এটা ব্যবহারে ত্বকে কোন তেল চিটচিটে ভাব হয় না , ত্বক থাকে লাইট ও রিফ্রেশ।
- ত্বকের পোরস ইন্ফ্লামেটরি কমাতে সাহায্য করে।
এটি একটি অল-ইন-ওয়ান জেল-টাইপ ক্রিম,যা ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে দারুন কাজ করে। এই ক্রিমটি কোরিয়ান বিউটি ট্রেন্ডের একটি আইকনিক পণ্য।
ব্যাবহার পদ্ধতি
- প্রথমে একটি ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এবার পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে চাপ দিয়ে মুখ শুকিয়ে নিন।
- এবার COSRX Advanced Snail 92 All in One Cream টি হাতের তালুতে পরিমাণ মতো নিয়ে বৃত্তাকারে ম্যাসাজ করুন। চোখের চারপাশ এড়িয়ে চলুন।
- ক্রিমটি জেলভিত্তিক হওয়ায় মেকাপের আগে প্রাইমার হিসেবেও ব্যবহার করা যায়।
- এটি একটি অল-ইন-ওয়ান ক্রিম, তাই টোনার বা সিরাম ব্যবহার না করলেও চলে।
- সর্বোচ্চ ফলাফল পেতে সকাল ও রাতে দুইবার ব্যবহার করূন।
সতর্কতা
- ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে কন্টিনিউ করূন।
- দিনের বেলায় ব্যবহারের আগে সানস্ক্রিন এপ্লাই করূন।
- সেনসিটিভ স্কিন বা ত্বকে একজিমা/রোজেসিয়ার মতো সমস্যা থাকলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে ব্যবহার করূন।
COSRX Advanced Snail 92 All in One Cream টি নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকবে সুস্থ্য ও উজ্জ্বল। অথেনটিক ও অরিজিনাল সকল স্কিন কেয়ার প্রোডাক্ট পাবেন আমাদের এই ওয়েবসাইটে।