ত্বকের যত্ন

Cerave SPF50 মুখ ও শরীরের জন্য পারফেক্ট সানস্ক্রিন।

Cerave SPF50 মুখ ও শরীরের জন্য পারফেক্ট সানস্ক্রিন

মুখ ও শরীরের যত্নে সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সানস্ক্রিন ত্বককে শুধুমাত্র রোদের পোড়া থেকে রক্ষা করে না বরং ত্বকের সার্বিক স্বাস্থ্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে সূর্যের ক্ষতিকর রশ্মির প্রভাব থেকে ত্বক সুরক্ষিত থাকে, ত্বক (উজ্জ্বল , মসৃণ ও সতেজ) থাকে ও স্কিন বেরিয়ার উন্নত হয় ।

গবেষণার দেখা গেছে যারা ত্বকের যত্নে রেগুলার সানস্ক্রিন ব্যবহার করে তাদের স্কিন অন্যান্যদের তুলনায় অনেক বেশি সতেজ ,প্রাণবন্ত ও স্বাস্থ্যকর হয়। চলুন আজকের ফিচারে Cerave Hydrating Mineral Sunscreen SPF50 Face & Body ব্যবহারের উপকারিতা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জেনে নিই।

Cerave Sunscreen SPF50 Face ব্যবহারে কি কি বেনিফিট পাওয়া যায়:

Cerave Hydrating Mineral Sunscreen with SPF50 Face 75ml, SKU: 3606000514959

১. এটার টেক্সচার খুবই হালকা ও Non-comedogenic যা মুখের ত্বকে খুব সহজেই মিশে যায় ,পোরস ক্লগ করে না ও ব্রণপ্রবণ এবং সংবেদনশীল ত্বকের জন্য নিরাপদ ফর্মুলায় তৈরি।

৩. এতে রয়েছে 100% মিনারেল প্রটেকশন, ফলে ত্বকে জ্বালা বা এলার্জি হয় না। মিনারেল প্রটেকশন যেমন- Zinc oxide ও Titanium dioxide সরাসরি ত্বকের উপর UV রশ্মি প্রতিফলিত করে ত্বককে রক্ষা করে।

৩. এতে রয়েছে Hyaluronic Acid ও Niacinamide যা ত্বককে রাখে হাইড্রেটেড,নরম , উজ্জ্বল ও স্বাস্থ্যকর।

৪. এটি মুখের জন্য উপযুক্ত হালকা ও ক্রিমি টেক্সচারের যা ত্বকে সহজেই মিশে যাবে । এছাড়াও এটি মেকাপের নিচে ব্যবহারযোগ্য হালকা ফর্মুলেশন তৈরি।

৫. এটি Dermatologist-tested & Fragrance-free যা সংবেদনশীল ও এলার্জি-প্রবণ ত্বকেও ব্যবহার করা যায়।

Cerave Sunscreen SPF50 Body ব্যবহারে কি কি বেনিফিট পাওয়া যায়:

Cerave Hydrating Mineral Sunscreen SPF50 Body 150ml, SKU: 3606000514911

১. এটার টেক্সচার মসৃণ/লোশন টাইপের যা শরীরের অনেকখানি অংশে দ্রুত স্প্রেড হয়‌ যেমন -হাত, পা, ঘাড় ও‌ পিঠে সহজে লাগানো যায়।

২. ক্ষতিকর রশ্মি দ্বারা ত্বকের বিভিন্ন ক্ষতি যেমন- সানবার্ন, কালো দাগ, স্কিন ড্যামেজ ইত্যাদি থেকে ত্বককে রক্ষা করে।

৩. Cerave ব্র্যান্ডের প্রায় সকল পণ্যেই তিনটি কমন Ceramides ব্যবহার করা হয় যা,ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার সুরক্ষিত রাখতে সাহায্য করে।

৪.এতে রয়েছে Water-resistant ফর্মূলা – যা ত্বকে প্রায় চল্লিশ মিনিট পর্যন্ত ঘাম ও হালকা পানির সংস্পর্শেও টিকে থাকে।

৫. এটি Hypoallergenic ফর্মুলায় তৈরি।

SPF 50 সানস্ক্রিন ব্যবহারের প্রয়োজনীয়তা:

বিশেষ করে রৌদ্রপ্রধান দেশে SPF ৫০ সানস্ক্রিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। কারন SPF 50 = UVB ও‌ UVA রশ্মির ক্ষতি থেকে ত্বককে প্রায় 98% প্রতিরোধ করতে সক্ষম যেখানে SPF 30 দেয় প্রায় 96% সুরক্ষা। সুতরাং ত্বককে বেশি সুরক্ষিত রাখতে SPF 50 বেশি কার্যকর। SPF 50 ব্যবহারে ত্বকে wrinkles, fine lines, dark spots কম হয় ফলে ত্বক থাকে তরুণ, মসৃণ ও উজ্জ্বল। যারা দীর্ঘ সময় বাইরে কাজ করেন,দুপুরে বাইরে যান, সাঁতার কাটেন এবং দীর্ঘ সময়ের জন্য ভ্রমণে বের হয়েছেন তাদের ক্ষেত্রে , ত্বককে দীর্ঘ সময় ধরে সুরক্ষিত রাখতে SPF 50 সানস্ক্রিন ব্যবহার করা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মতো রৌদ্র প্রধান অঞ্চলে সূর্যের তীব্রতা অনেক বেশি, তাই SPF 15 বা SPF 30 এখানে পর্যাপ্ত নয়। এক্ষেত্রে SPF 50 সানস্ক্রিন বেশি কার্যকর। এটি ত্বককে অতিরিক্ত UV exposure থেকে ১.৫–২ ঘণ্টা পর্যন্ত কার্যকরভাবে রক্ষা করবে ।

মুখ শরীরের জন্য কেন আলাদা সানস্ক্রিন ব্যবহার করতে হয় :

আমাদের মুখের ত্বক শরীরের তুলনায় অনেক বেশি পাতলা ও সেনসেটিভ। মুখের ত্বকে দাগ, ব্রণ ও কালচে ভাব হওয়ার সমস্যা বেশি থাকে। তাই মুখে ব্যবহৃত সানস্ক্রিন এসব সমস্যার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে । অন্যদিকে শরীরে ব্যবহৃত সানস্ক্রিন রোদে পোড়া দাগ, ঘাড়, হাত, পা ও পিঠে কালচে ভাব রোধ করবে এমন ফর্মুলেশনের তৈরি করা হয় । মুখে ব্যবহৃত সানস্ক্রিন অনেক বেশি লাইট ওয়েটের হয় । অন্যদিকে শরীরে ব্যবহৃত সানস্ক্রিন অনেক বেশি স্প্রেডের হয়। তাই মুখ ও শরীরের যত্নে আলাদা সানস্ক্রিন ব্যবহার করতে হয়।

সানস্ক্রিন ব্যবহারের নিয়ম:

মুখের ক্ষেত্রে-

  • বাইরে যাওয়ার ১৫ মিনিট আগে হাতের দুই আঙ্গুল পরিমাণ সানস্ক্রিন নিয়ে মুখে ভালোভাবে এপ্লাই করে বের হবেন।
  • অনেকেরই একটি কমন প্রশ্ন থাকে- যে মুখে মেকাপ করলে কখন সানস্ক্রিন এপ্লাই করব?
    এক্ষেত্রে মেকআপ করার আগে সানস্ক্রিন এপ্লাই করতে হবে।
  • মুখ ঘামলে কিংবা পানি দিয়ে ধুলে পুনরায় সানস্ক্রিন এপ্লাই করতে হবে।
  • সানস্ক্রিন এপ্লাই করার দুই ঘন্টা পর পুনরায় এপ্লাই করতে হবে।

শরীরের ক্ষেত্রে-

  • বাইরে বের হওয়ার আগে হাত,পা ,বুক ,গলা ও ঘাড়ে একটি শর্ট গ্লাস পরিমাণ সানস্ক্রিন নিয়ে পুরো শরীরে এপ্লাই করতে হবে।
  • সানস্ক্রিন অ্যাপ্লাই এর দুই ঘন্টা পর পুনরায় সানস্ক্রিন আবার এপ্লাই করতে হবে।

SPF 50 সানস্ক্রিন মুখ ও শরীরের জন্য প্রয়োজনীয় কারণ এটি ত্বককে রোদে পোড়া, দাগ, বয়সের ছাপ ও ক্যান্সার থেকে রক্ষা করে। যারা নিয়মিত বাইরে যান, তাদের জন্য SPF 50 যুক্ত Cerave Hydrating Mineral Sunscreen SPF50 FaceCerave Hydrating Mineral Sunscreen SPF50 Body হলো ত্বকের জন্য নিরাপদ ঢাল। এই সানস্ক্রিনটি পেয়ে যাবেন Hretus World এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *