ত্বকের যত্ন

পন্ডস হোয়াইট বিউটি লাইটেনিং টোনার এর ব্যবহার ও উপকারিতা।

পন্ডস হোয়াইট বিউটি লাইটেনিং টোনার

সুন্দর, উজ্জ্বল ও সতেজ ত্বকের জন্য টোনার হলো স্কিন কেয়ারের একটি অপরিহার্য ধাপ। তাই ত্বককে স্বাস্থ্যকর ও টানটান রাখতে রেগুলার স্কিন কেয়ার রুটিনে আজই অ্যাড করুন ভালো মানের টোনার।

Pond’s White Beauty Lightening Toner হলো একটি মানসম্মত টোনার। যা ত্বকের যাবতীয় চাহিদা পূরণ করতে সক্ষম। কারন এটি অন্যান্য মশ্চারাইজিং প্রডাক্ট এর তুলনায় ত্বকের গভীরে দ্রুত পৌঁছে ময়েশ্চার লক করে, দাগ বা অসম রং দূর করে ও হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনে। Pond’s White Beauty Lightening Toner এ রয়েছে হায়ালুরোনিক অ্যাসিডের গভীর ময়েশ্চারাইজিং শক্তি ও রোজ ওয়াটারের প্রাকৃতিক সতেজতা। যা ব্যবহারে ত্বক হয়ে ওঠে নরম, কোমল এবং উজ্জ্বল। বিশেষ করে, গরমের আবহাওয়ায় ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে দিনভর ফ্রেশ রাখতে সাহায্য করে পন্ডসের Pond’s White Beauty Lightening Toner। চলুন Pond’s White Beauty Lightening Toner সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

পন্ডস হোয়াইট বিউটি লাইটেনিং টোনার এর উপকারিতা

Pond’s White Beauty Lightening Toner

১.ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও পিগমেন্টেশন কমায়-

এই টোনারে রয়েছে নিয়াসিনামাইড (Vitamin B3)‌ এবং লিকোরিস এক্সট্র্যাক্ট যা ত্বকের বাইরের অংশে মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে,ডার্ক স্পট, সান ট্যান, এবং পিগমেন্টেশন হ্রাস করে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

২.ত্বক এক্সফোলিয়েশন করে মসৃণ করে-

এতে রয়েছে হালকা এএইচএ যা ত্বকের মৃত কোষ দূর করে,পোরসে জমে থাকা ময়লা পরিষ্কার করে ও ত্বকের টেক্সচার উন্নত করে। ফলে ত্বক হয় নরম ও মসৃণ।

৩. pH ব্যালেন্স করে-

এটি ত্বকের স্বাভাবিক pH ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে।

৪.অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে –

টোনারে থাকা অয়েল-কন্ট্রোলিং উপাদান ত্বকের অতিরিক্ত সেবাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে ও পোরসের আকার তুলনামূলক ছোট দেখাতে সাহায্য করে।

৫.হাইড্রেশন ও পুষ্টি যোগায় –

এতে থাকা গ্লিসারিন ও হায়ালুরনিক অ্যাসিড ত্বককে রাখে হাইড্রেটেড ও কোমল।

৬.সতেজ অনুভূতি বজায় রাখে-

ব্যবহারের পর ত্বকে সতেজ ও ঠান্ডা অনুভূতি প্রদান করে।

৭.বাইরের দূষণ থেকে প্রটেক্ট করে –

এতে থাকা ভিটামিন সি ও গ্রিন টি এক্সট্র্যাক্ট ত্বককে বাইরের দূষণ, সূর্যের ক্ষতিকর রশ্মি ও ধুলোবালি থেকে রক্ষা করে।

পন্ডস হোয়াইট বিউটি লাইটেনিং টোনার ব্যবহারের পদ্ধতি

  • প্রথমে ত্বককে একটি মাইল্ড ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে, এরপর একটি তোয়ালে দিয়ে ত্বককে ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
  • এবার একটি কটন প্যাডে কয়েক ফোঁটা Pond’s White Beauty Lightening Toner নিয়ে পুরো মুখ ও গলায় এপ্লাই করুন।
  • এবার এটি কিছুক্ষণ ত্বকে শুকাতে সময় দিন।
  • এরপর আপনার পছন্দের ময়েশ্চারাইজার বা অন্য স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন।
  • এটি সকাল ও রাতে মোট ২ বার ব্যবহার করতে পারেন।

গুরুত্বপূর্ণ টিপস

  • প্রথমবার ব্যাবহারের আগে প্যাচ টেস্ট করে বুঝে নিতে হবে এটা ব্যবহারে আপনার ত্বকে কোন আ্যালার্জি প্রতিক্রিয়া হচ্ছে কিনা। যদি কোন সমস্যা না হয় তবে ব্যবহার কন্টিনিউ করুন।
  • টোনার ব্যবহারের সময় চোখের চারপাশ এড়িয়ে চলুন।
  • ত্বক যদি অনেক বেশি শুষ্ক ও সেনসিটিভ থাকে তবে রেগুলার ব্যবহার না করে , একদিন অন্তর গ্যাপ দিয়ে ব্যবহার করুন।
  • টোনার ব্যবহারের পর সূর্যের সংস্পর্শে যাবার প্রয়োজন হলে অবশ্যই সানস্ক্রিন এপ্লাই করে বের হবেন।

পন্ডস হোয়াইট বিউটি লাইটেনিং টোনার নিয়মিত ব্যবহারে ত্বক হবে কোমল, উজ্জ্বল এবং মসৃণ। সুন্দর এই প্রোডাক্টটি পারচেজ করুন Hretu’s World এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *