ত্বকের যত্ন

সেরাভে রিসারফেসিং রেটিনল সিরাম এর ব্যবহার ও উপকারিতা।

সেরাভে রিসারফেসিং রেটিনল সিরাম

সুন্দর ও স্বাস্থ্যকর ত্বকের জন্য আধুনিক স্কিনকেয়ার রুটিনে রেটিনল হলো একটি অপরিহার্য ইনগ্রেডিয়েন্ট। আমাদের রেগুলার লাইফ স্টাইলে ব্যাস্ততা, মানসিক চাপ, বাইরের দূষণ ও উৎশৃঙ্খল জীবন-যাপনের প্রভাবে শরীরের পাশাপাশি ত্বকের অনেক ক্ষতি হয়। ত্বকের বিভিন্ন ক্ষতি যেমন- ব্রণ, দাগ, সান ট্যান, ভিসিবল এজিং সাইন্স ও আনইভেন স্কিন টোন ইত্যাদি। ত্বকের এসব ক্ষতি এড়াতে ত্বকের যত্নে নিয়মিত রেটিনল ব্যবহার করতে হবে। ত্বককে সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে স্কিন কেয়ার রুটিনে যোগ করূন Cerave Resurfacing Retinol Serum। চলুন আজকের ফিচারে সেরাভে রিসারফেসিং রেটিনল সিরাম এর ব্যবহার ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নেই।

সেরাভে রিসারফেসিং রেটিনল সিরাম

Cerave Resurfacing Retinol Serum

Cerave হলো একটি জনপ্রিয় স্কিনকেয়ার ব্রান্ড। এটি যুক্তরাষ্ট্রের (USA) ল’রিয়াল গ্রুপের আওতাধীন ব্র্যান্ড। Cerave ব্র্যান্ডের সবচেয়ে ভালো দিক হলো, এটি একনে প্রন, ড্রাই, ওয়েলি ও সোরিয়াসিসযুক্ত ত্বকের জন্য আলাদাভাবে পণ্য তৈরি করে। তাদের সকল পণ্য খুবই ভালো ও কার্যকর। তাদের এমনই এক কার্যকর পন্য হলো CeraVe Resurfacing Retinol Serum। এটি সব ধরনের ত্বকের জন্যই সেইভ। সিরামটি ডার্মাটোলজিস্টদের সহায়তায় তৈরি। ফেসিয়াল সিরামটিতে রয়েছে এনক্যাপসুলেটেড রেটিনল,সেরামাইড, নায়াসিনামাইড এবং লিকোরিস রুট এক্সট্রাক্ট। যা সব ধরনের স্কিন টাইপের জন্য সহনশীল। আপনার ত্বককে সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে এই ফেসিয়াল সিরামটি হতে পারে বেস্ট চয়েস।

সেরাভে রিসারফেসিং রেটিনল সিরাম এর উপকারিতা:

  • ত্বকের যেকোনো দাগ,ব্রনের দাগ,সান ট্যান,হাইপার- পিগমেন্টেশন ইত্যাদি রিমুভ করতে সাহায্য করে।
  • নিয়মিত রেটিনল ব্যবহারে ত্বকের সেল টার্নওভার হয় এতে ত্বকের টেক্সচার উন্নত হয় এবং ত্বক হয় মসৃণ ও পরিষ্কার।
  • পোরস মিনিমাইজ করে এবং এর আকার আরো ছোট করে ,ফলে ত্বক হয় আরো মসৃণ ও উজ্জ্বল।
  • ভিসিবল ফাইন লাইনস এবং রিঙ্কলস কমাতে সাহায্য করে ।
  • আনইভেন টোন ইভেন হয়।
  • এটি ফ্র্যাগ্রেন্স-ফ্রি এবং নন-কমেডোজেনিক ফর্মুলেশনে তৈরি তাই এটি সব ধরনের ত্বকের জন্য নিরাপদ।
  • ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার উন্নত করে ও ত্বককে রাখে হাইড্রেটেড।

ব্যবহারের পদ্ধতি

  • যেহেতু রেটিনল ব্যবহারে ত্বক সূর্যের প্রতি বেশি সংবেদনশীল হয় তাই এটি দিনের বেলায় ব্যবহার করা উচিত নয়, তাই এটি নাইট টাইমে ব্যবহার করতে হবে।
  • একটি মৃদু ক্লিনজার দিয়ে ত্বককে পরিষ্কার করে নিন,এবার একটি তোয়ালে দিয়ে ত্বক শুকিয়ে নিন।
  • এবার হাতের তালুতে অল্প পরিমাণে ফেসিয়াল সিরাম নিয়ে চোখ ও ঠোঁট এড়িয়ে পুরো স্কিনে এপ্লাই করুন।
  • এটি ব্যবহার করার পরবর্তী সকালে অবশ্যই SPF 30 বা তার বেশি মানের সানস্ক্রিন ব্যবহার করুন।

সতর্কতা

  • যারা প্রথম ব্যবহার করবেন তারা অবশ্যই প্রথম সপ্তাহে তিন দিন অথবা দুই দিন অন্তর গ্যাপ রেখে ২-৩ দিন ব্যবহার করুন।
  • পরবর্তীতে ত্বক অভ্যস্ত হয়ে গেলে ধীরে ধীরে ব্যবহারের ফ্রিকোয়েন্সি বাড়ান।
  • এটি ভুলেও দিনের বেলায় ব্যবহার করবেন না।
  • দিনের বেলায় রেগুলার সানস্ক্রিন এপ্লাই করুন।

সেরাভে রিসারফেসিং রেটিনল সিরাম টি খুবই কার্যকর এবং নিরাপদ পণ্য যা ত্বকের টেক্সচার উন্নত করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে । এটি ব্রণ প্রবণ ও সংবেদনশীল ত্বকের জন্য বিশেষভাবে তৈরি। ত্বককে সুন্দর, স্বাস্থ্যকর ও ইয়াংগার রাখতে এই ফেসিয়াল সিরামটি স্কিন কেয়ার রূটিনে এ্যাড করুন। অরিজিনাল CeraVe Resurfacing Retinol Serum পাবেন Hretu’s World এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *