ত্বকের যত্ন

ল’রিয়াল ব্রাইট ডার্ক সার্কেল আই সিরাম এর উপকারিতা ও ব্যবহার।

Benefits and uses of L'Oreal Bright Dark Circle Eye Serum

ব্যস্ত জীবনযাপন, বাইরের দূষণ, অতিরিক্ত স্ক্রিন টাইম,অনিদ্রা, স্ট্রেস এবং বয়সের প্রভাবে ত্বক তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে,চোখের নিচে পরে ডার্ক সার্কেল ও ত্বকে দেখা দেয় ফাইন লাইনসের মতো বার্ধক্য জনিত সমস্যা। এই সমস্যা শুধু বয়স বাড়ার সাথে সাথে হয় তা কিন্তু নয়,অনেকে ইয়াং এজেও এমন সমস্যায় ভোগে। তাই সমস্যা বেশি গাঢ় হওয়ার আগেই নিতে হবে, ত্বকের সঠিক যত্ন। এই সমস্যা এমনি এমনি সমাধান হবে না। এই সমস্যা সমাধান করতে , নিতে হবে বাড়তি যত্ন। তাই রেগুলার স্কিন কেয়ারে যোগ করূন L’Oreal Glycolic Bright 3% (Glycolic + Vitamin CG + Niacinamide) Dark Circle Eye Serum।

আপনি যদি ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে চান, তাহলে এটি আপনার ত্বকের জন্য একটি মাস্ট হ্যাভ প্রোডাক্ট। তাই দেরি না করে চলুন জেনে নেই , L’Oreal Glycolic Bright 3% (Glycolic + Vitamin CG + Niacinamide) Dark Circle Eye Serum এর ব্যবহারবিধি এবং উপকারিতা সম্পর্কে।

ল’রিয়াল গ্লাইকোলিক ব্রাইট ৩% ডার্ক সার্কেল আই সিরাম

L'Oreal Glycolic Bright 3%(Glycolic + VIT CG + Niacinamide) Dark Circle Eye Serum - 20ml, SKU: 8994993020362

L’Oréal Paris হলো একটি বিশ্বখ্যাত ফরাসি কসমেটিকস ও স্কিনকেয়ার ব্র্যান্ড। তারা তাদের সকল পন্য উন্নত ফর্মূলায় তৈরি করে। L’Oreal Glycolic Bright 3% (Glycolic + Vitamin CG + Niacinamide) Dark Circle Eye Serum টিতে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড, ভিটামিন সি (Vitamin CG) এবং নিয়াসিনামাইড যা চোখের নিচের কালো দাগ ও আই পাফিনেস দূর করে। এটি নিয়মিত ব্যবহার করলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল, মসৃণ এবং প্রাণবন্ত।

উপকারিতা

ডার্ক সার্কেল দূর করে

এই আই সিরামটি নিয়মিত ব্যবহারে চোখের নিচে পড়া ডার্ক সার্কেল ও পিগমেন্টেশন রিমুভ হয়।

আই এরিয়া উজ্জ্বল করে

চোখের নিচে পড়া কালো দাগ‌ ও পিগমেন্টেশন ত্বকের উজ্জ্বলতা ফেইড করে ফেলে,ফলে ত্বকের অন্যান্য অংশের তুলনায় আই এরিয়া অনেকটা ডার্ক দেখায়। এই সিরাম টিতে থাকা ভিটামিন CG ও গ্লাইকোলিক এসিড ত্বকের উজ্জ্বলতা পুনরায় রিডিউস করে ও ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

আই পাফিনেস দূর করে ও ত্বককে রাখে সতেজ

এই আই সিরামটির সাথে রয়েছে উন্নত মানের ট্রিপল রোলার অ্যাপ্লিকেটর যা দিয়ে আই এরিয়া ম্যাসাজ করলে আই এরিয়ায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, ফলে চোখের নিচে হওয়া আই পাফিনেস কমে যায় এবং ত্বকে অনুভুত হয় ঠান্ডা ও সতেজতা।

ফাইন লাইনস ও রিঙ্কেলস দূর করে

এতে রয়েছে গ্লাইকোলিক এসিড যা একটি আলফা হাইড্রোক্সি এসিড , এটি ত্বকে কোলাজেন উৎপাদন বৃদ্ধিতে উদ্দীপ্ত করে। এতে ত্বকের ফাইন লাইনস ও রিঙ্কেলস দূর হয় ও ত্বক হয় দৃঢ় ,তারুণ্যদীপ্ত।

সব ধরনের ত্বকের জন্য নিরাপদ

এটি ফ্রেগরেন্স ফ্রি, নন-কোমোডোজেনিক ও অপথালোমোলোজিক্যালি টেস্টেড , যা সব ধরনের ত্বকের জন্যই সেইভ।

ত্বকে তেল চিটচিটে ভাব হয় না

এটি নন কোমোডোজেনিক ফর্মুলায় তৈরি, যা তোকে খুব দ্রুত শোষিত হয় ও তেল চিটচিটে ভাব তৈরি করে না।

ব্যবহার পদ্ধতি

  • এই সিরামটি সকাল ও রাত ২ টাইমে ব্যবহার করলে সর্বোত্তম ফলাফল পাওয়া যায়, তাই ব্যবহারের পূর্বে আপনার ফেইস ক্লিনজার দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন।
  • এবার তোয়ালের সাহায্যে ত্বক শুকিয়ে নিন
  • এবার আই সিরামটির বোতলে থাকা ট্রিপল রোলার অ্যাপ্লিকেটর ব্যবহার করে চোখের নিচের অংশে বৃত্তাকারভাবে চোখের কোণ থেকে শুরু করে কপালের দিকে ৪ বার ম্যাসাজ করুন।
  • এটি যেহেতু অপথালোমোলোজিক্যালি টেস্টেড, তাই চোখের জন্য সেইভ । এবার সিরামটি চোখের পাতায় মসৃণভাবে লাগিয়ে আঙুলের সাহায্যে হালকা ট্যাপ করুন।

সতর্কতা

১. ব্যবহারের পূর্বে অবশ্যই প্যাচ টেস্ট করে কন্টিনিউ করুন।

২. যদিও এটি অপথালোমোলোজিক্যালি টেস্টেড তবুও, সাবধানতার সাথে চোখের পাতায় এপ্লাই করুন এবং খেয়াল রাখুন , এটি যেন চোখের ভিতরে না যায়।

এই সিরামটি নিয়মিত ব্যবহারে আপনার আই এরিয়া হবে উজ্জ্বল, মসৃণ ও সতেজ। এটি নিয়মিত দুই সপ্তাহ ব্যবহার করলেই উল্লেখযোগ্য ফলাফল পাওয়া যায়। আপনি যদি আই এরিয়ার ডার্ক সার্কেল ও আই পাফিনেস দূর করে ত্বককে উজ্জ্বল, মসৃণ ও সতেজ রাখতে চান তবে আজই এই সুন্দর আই সিরাম টি পাবেন Hretu’s World এর ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *