বায়োডার্মা পিগমেন্টবায়ো সি-কনসেনট্রেট এর উপকারিতা।
আপনার ত্বক কি দিন দিন নিষ্প্রান ও মলিন হয়ে যাচ্ছে? রেগুলার লাইফস্টাইলে কাজের তাগিদে কিংবা অন্য উদ্দ্যেশ্য বাইরের পরিবেশে যেতে হয় এবং বাইরের এই ধুলো বালি,দূষণ , সূর্যের ক্ষতিকর প্রভাব ও স্ট্রেসের কারনেই ত্বক নিষ্প্রান ও মলিন হয়ে যায়। ত্বকের এই সমস্যা দূর করতে কেবল, বেসিক স্কিন কেয়ারে আটকে থাকলে হবে না,বেসিক স্কিন কেয়ারে যোগ করতে হবে ভিটামিন সি সমৃদ্ধ সিরাম। বায়োডার্মা পিগমেন্টবায়ো সি-কনসেনট্রেট হলো একটি কার্যকরী ভিটামিন সি সমৃদ্ধ সিরাম, চলুন এই সিরাম সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
বায়োডার্মা পিগমেন্টবায়ো সি-কনসেনট্রেট
বায়োডার্মা পিগমেন্টবায়ো সি-কনসেনট্রেট হলো একটি ফরাসি ডার্মোকসমেটিক ব্র্যান্ড BIODERMA এর পন্য। তারা তাদের সকল পণ্য NAOS-এর “Ecobiology” নীতির উপর ভিত্তি করে তৈরি করে।
বায়োডার্মা পিগমেন্টবায়ো সি-কনসেনট্রেট হলো একটি উচ্চ- কার্যকরী ভিটামিন সি-সমৃদ্ধ সিরাম, যা ত্বকের অসম রং, মেছতা, পিগমেন্টেশন এবং কালো দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে। এটি মূলত তৈরি করা হয়েছে নিষ্প্রাণ ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে। এই সিরামটি রেগুলার ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়, কালো দাগ দূর হয় এবং ত্বক হয়ে ওঠে কোমল ও মসৃণ।এটি সংবেদনশীল ত্বকের জন্যও বেশ উপযোগী।
উপকারিতা
- ডার্ক স্পট এবং হাইপারপিগমেন্টেশন দূর করে।
- এটি LumiReveal™ প্রযুক্তি দ্বারা তৈরি যা ত্বককে উজ্জ্বল করে এবং অসম রং সমান করে।
- ত্বককে দীর্ঘ সময় ধরে হাইড্রেটেড রাখে।
- এটি সংবেদনশীল ত্বকের জন্য সেইভ।
- এটি ত্বকের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,যাতে পরবর্তী সময়ে ত্বকে কোনো কালো দাগ ও পিগমেন্টেশন না হয়।
- এটি নন-কমেডোজেনিক এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড, তাই ত্বকে অ্যালার্জি বা ব্রণ হওয়ার সম্ভাবনা কম।
- এটি ত্বকের টেক্সচার উন্নত করে ও ত্বকের মৃত কোষ দূর করে ফলে, ত্বক হয় মসৃন ও কোমল।
প্রথমবার ব্যবহারের আগে তৈরির পদ্ধতি
Step 1-
বায়োডার্মা পিগমেন্টবায়ো সি-কনসেনট্রেট সিরামের প্রতিটি বোতলের সঙ্গে একটি সিল করা ভিটামিন C পাউডার থাকে।
Step 2-
এবার বোতলের সাথে থাকা ভিটামিন সি পাউডার ,মেইন বোতলের সাথে লাগিয়ে অ্যাপটির উপরের অংশে শক্তভাবে চেপে ধরুন , এতে পাউডারটি সিরামের সাথে মিশে যাবে।
Step 3-
এবার বোতলটি ১০ সেকেন্ড ধরে ঝাঁকান,যেন ভিটামিন C পাউডার পুরোপুরি সিয়ামের সাথে মিশে যায়।
Step 4-
এবার ভিটামিন সি পাউডারের ক্যাপ খুলে ড্রপার যুক্ত ক্যাপ লাগিয়ে ব্যবহার করূন।
ব্যবহারের নিয়ম
এটি রাতে ব্যবহার করতে হয়। তাই রাতে ব্যাবহারের আগে ত্বককে ক্লিনজার দিয়ে পরিষ্কার করতে হবে।
ত্বক পরিষ্কার করার পর তোয়ালে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিন।
এবার ড্রপার দিয়ে ৩-৪ ফোঁটা সিরাম নিয়ে মুখ ও গলায় এপ্লাই করুন।
আঙুল দিয়ে মুখে ও গলায় হালকাভাবে ম্যাসাজ করে লাগিয়ে নিন।
এরপর আপনার পছন্দের ময়েশ্চারাইজার এপ্লাই করে পরবর্তী স্কিন কেয়ার স্টেপ অনুসরণ করুন।
ভালো ফলাফল পেতে , প্রথম ১ মাস প্রতিদিন রাতে ব্যবহার করুন।
সতর্কতা
এটি নাইট টাইম স্কিন কেয়ার প্রোডাক্ট তাই, দিনের বেলায় এটা ব্যবহার করা যাবে না, কারণ এতে রয়েছে ভিটামিন C ও AHA/BHA যা, সূর্যের আলোয় ত্বকের ক্ষতি করতে পারে।
যারা এটি ব্যবহার করেন তারা অবশ্যই দিনের বেলায় বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন (SPF 50+) ব্যবহার করুন।
এটি ব্যবহারের সময় চোখের চারপাশ এড়িয়ে চলুন।
এটি একটি উচ্চ কার্যকরী ভিটামিন সি সমৃদ্ধ সিরাম তাই প্রথমবার ব্যবহারের ক্ষেত্রে প্রথম একমাস রেগুলার ব্যবহার করলেও পরবর্তীতে প্রতি ৩ মাস অন্তর ১ মাস ব্যবহার করতে হবে। বায়োডার্মা পিগমেন্টবায়ো সি-কনসেনট্রেট সহ আরো অরিজিনাল দেশি -বিদেশি সকল স্কিন কেয়ার প্রোডাক্ট পাবেন Hretu’s World এর ওয়েবসাইটে।