সিটাফিল তৈলাক্ত ত্বক ক্লিনজার এর উপকারিতা।
ত্বককে সুন্দর, স্বাস্থ্যকর ও সতেজ রাখতে সবারই উচিত বেসিক স্কিন কেয়ার রুটিন ঠিক মতো ফলোআপ করা। বেসিক স্কিন কেয়ার রূটিনে ত্বক পরিষ্কার করতে ত্বকের ধরন অনুযায়ী সঠিক ক্লিনজার নির্বাচন করাও বেশ গুরুত্বপূর্ণ একটি ধাপ। বিশেষ করে সংবেদনশীল, তৈলাক্ত ও কম্বিনেশন ত্বকের জন্য এটি আরও বেশি চ্যালেঞ্জিং। আমরা অনেকেই ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার সিলেক্ট করতে গিয়ে কনফিউজড হয়ে যাই। আবার অনেকেই আছেন , যারা ত্বকের ধরণ বুঝতে পারেন না। এ অবস্থায় নিঃসন্দেহে ত্বকের যত্নে Cetaphil Oily Skin Cleanser ব্যবহার করতে পারবেন। কারণ এটা সংবেদনশীল ও কম্বিনেশন ত্বকের জন্যও ডিজাইন করা। তবে, অয়েলি স্কিনের ক্ষেত্রে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ, ময়শ্চারাইজার ধরে রাখা এবং একনে ব্রেকআউট প্রতিরোধের জন্য Cetaphil Oily Skin Cleanser খুবই ভালো , কারণ এটি ত্বকের এই তিন সমস্যার ভারসাম্য সঠিক ভাবে বজায় রাখতে সক্ষম। চলুন আজকের ফিচারে,Cetaphil Oily Skin Cleanser সম্পর্কে জেনে নেই।
সিটাফিল তৈলাক্ত ত্বক ক্লিনজার
Cetaphil ১৯৪৭ সালে টেক্সাসে একজন ফার্মাসিস্ট দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ড। এটি বর্তমানে Galderma কোম্পানির মালিকানাধীন। এটি সংবেদনশীল ত্বকের যত্নের জন্য বিশ্বব্যাপী ডার্মাটোলজিস্ট দ্বারা প্রস্তাবিত একটি ব্র্যান্ড। এই ক্লিনজারটি কম্বিনেশন থেকে তৈলাক্ত ও সংবেদনশীল ত্বকের জন্য বিশেষভাবে ডিজাইন করা। কম্বিনেশন ,তৈলাক্ত ও সংবেদনশীল ত্বকের চাহিদা মাথায় রেখে এটি তৈরি করা হয়েছে। এটি সংবেদনশীল ও তৈলাক্ত ত্বকের জন্য একটি মাইল্ড ক্লিনজার। এটি ত্বকের প্রাকৃতিক ময়শ্চারাইজার বজায় রেখে অতিরিক্ত তেল, ময়লা ও দূষণ দূর করে ত্বককে রাখে ,পরিষ্কার ও স্বাস্থ্যকর।
সিটাফিল তৈলাক্ত ত্বক ক্লিনজার এর উপকারিতা
- এটি মাইক্রোবায়োম-ফ্রেন্ডলি ফর্মুলায় তৈরি যা ত্বকের উপকারী ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবের ভারসাম্য সংরক্ষণে সাহায্য করে । যা ত্বকের স্বাস্থ্য, ইমিউনিটি ও pH ভারসাম্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
- এটি নন-কমেডোজেনিক উপাদানের সমন্বয়ে তৈরি যা ত্বকের একনে ও একনে ব্রেকআউটের ঝুঁকি কমায়।
- ত্বকের pH ব্যালেন্স বজায় রেখে ত্বককে পরিষ্কার করে।
- সংবেদনশীল ত্বকের জ্বালাপোড়া, রেশ ও বাম্পসের সমস্যা দূর করে।
- এটি ত্বকের প্রাকৃতিক ময়েশ্চারাইজার বজায় রেখে সকল ময়লা, মেকআপ ও দূষণ দূর করে।
- এটি খুবই মাইল্ড ফর্মূলায় তৈরি যা ডার্মাটোলজিস্ট দ্বা পরীক্ষিত।
- এই ক্লিনজারে প্যারাবেন, মিনারেল অয়েল ও সালফেটের মতো ক্ষতিকর রাসায়নিক নেই ।
Cetaphil Oily Skin Cleanser এর উপকারী উপাদান
এই ক্লিনজারটিতে রয়েছে নায়াসিনামাইড (ভিটামিন B3), প্রো-ভিটামিন B5 ও গ্লিসারিনের মতো উপকারী উপাদান যা ত্বকের প্রাকৃতিক বেরিয়ার উন্নত করে ,একনে ব্রেকআউট কমায়, মাইক্রোবায়োমের ভারসাম্য বজায় রাখে ও ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে হাইড্রেটেড ও মশ্চারাইজড রাখে ।
Cetaphil Oily Skin Cleanser টি অয়েলি ও কম্বিনেশন স্কিনের পাশাপাশি সংবেদনশীল ত্বকের জন্যও নিরাপদ। ত্বককে সুস্থ ও সুন্দর রাখতে এটি হতে পারে আপনার বেস্ট চয়েস। কারন এটি ডার্মাটোলজিস্ট- দ্বারা প্রস্তাবিত একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড। তবে অরিজিনাল প্রোডাক্ট পারচেজ করাও খুবই গুরুত্বপূর্ণ। একদম অথেনটিক ও অরিজিনাল প্রোডাক্ট পাবেন Hretu’s World ওয়েবসাইটে।